Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

দেশের অন্যতম বৃহৎ জংশন স্টেশন লাকসাম। লাকসাম রেলওয়ে জংশন প্রায় ৩০০ একর সম্পত্তির উপর ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বড়তুপা, পাইকপাড়া, মিশ্রীসহ আশেপাশের গ্রামের জনগনের সম্পত্তির উপর এ জংশন প্রতিষ্ঠিত হয়। স্থানীয় লোকেরা রেললাইন স্থাপনে সম্মত ছিলনা। উড়িয়া, মারোয়ারী ও আসামী লোকজন সংগ্রহ করে বৃটিশরা রেলওয়ে স্থাপন ও ঘরদোর তৈরী করতে শুরূ করেছিল। লাকসাম রেলওয়ে জংশনে একসময় প্রায় ১৭০০ জন শ্রমিক-কর্মচারী কাজ করত। বর্তমানে রেলওয়ের দৈন্যদশা চলছে। বর্তমনে প্রায় ২০০ লোক কাজ করছে। লাকসাম জংশন স্টেশনে বর্তমানে বিরাট স্টেশন বিল্ডিংসহ ৪ টি প্ল্যাটফরম রয়েছে। প্রতিদিন প্রায় ২০ জোড়া ট্রেন লাকসামের উপর দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করছে।